একুশ শেখায় বাসতে ভালো মায়ের ভাষা।
একুশ জাগায় মনের মাঝে স্বপ্ন আশা।
একুশ পলাশ শিমুল রাঙা ফাগুন দিনে
রক্ত দিয়ে বাংলা ভাষা আনলো কিনে।
একুশ প্রাণের বর্ণমালার দুঃখ গাথা
একুশ আগাম স্বাধীনতার নকশিকাঁথা।
একুশ আমার ভাই হারানোর তীব্র জ্বালা
একুশ মানেই মিনার জুড়ে ফুলের মালা।
একুশ রঙিন কৃষ্ণচূড়ার মধুর হাসি
মায়ের বোলে ছন্দ তোলে রাশি রাশি।