বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার মাহফুজা আক্তার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার পদে যোগদান করেছেন। গতকাল শুক্রবার সকালে নগরীর খুলশীস্থ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
মাহফুজা আক্তার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর
অনুষ্ঠান নির্মাণের জন্য বিটিভির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি বিটিভিতে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার পদে প্রশাসন, অনুষ্ঠান, নাটক ও নৃত্য শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তথ্যচিত্র, ডকু–ড্রামা, নাটক, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনা করেছেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি জাইকা ও এটুআই–এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নমূলক তিন বছর মেয়াদি একটি প্রকল্পের পরিচালক ছিলেন।
এছাড়া তিনি এবিইউ, ইবিইউ, এআইবিডি, এনএইচকে ওয়ার্ল্ড, কেবিএস, টকিও ডঙ, জাইকা, ইউনেস্কো, ওয়ান এশিয়া প্রজেক্ট, এবিসি অস্ট্রেলিয়া, এসবিএসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথ–প্রযোজনার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণ করেন।