কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তার এ পদক্ষেপ দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নড়বড়ে ক্ষমতাকে খানিকটা শক্তিশালী এবং আগাম নির্বাচন করতে চাওয়া বিরোধীদের চাপকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে। গতকাল মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মুহিদ্দিন আগামী কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নির্বাচন হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। খবর বিডিনিউজের।
পরিস্থিতি বিবেচনায় মালয়েশিয়ায় এ জরুরি অবস্থার মেয়াদ ১ অগাস্ট পর্যন্ত থাকতে পারে বলে রাজদরবারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।