অসুস্থ যাত্রীর পরিত্যক্ত মালামাল ফেরত পেয়ে দারুণ খুশি প্রবাসী যাত্রী। গত ২২ জুলাই এ ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী আজাদীকে জানান, গত ২২ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগি থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিদেশ ফেরত এক যাত্রীর ফেলে যাওয়া ২টি কার্টন, একটি সাদা প্লাস্টিকের শপিং ব্যাগ, যার মধ্যে ব্যবহৃত কাপড়-চোপড় ও কাগজপত্র আছে, একটি কালো চেইনযুক্ত শপিং ব্যাগ, যার মধ্যে একটি সোলার প্যানেল, সোলার লাইট, ২টি হাত লাইট, চকলেটের প্যাকেট, ১টি কম্বলের খালি প্যাকেট, ১টি চেইন খোলা লাল-কালো ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। চট্টগ্রাম রেল স্টেশন কুলি আরএনবি সদস্যের মাধ্যমে প্লাটফরম স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। স্টেশন মাস্টার পিএসএম প্লাটফরম ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) সোহরাব হোসেনকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে মালিকবিহীন ব্যাগের প্রকৃত মালিক অনুসন্ধানে থানায় এনে যাচাই বাছাই করেন। যাত্রীর মানিব্যাগে থাকা এনআইডি কার্ড ও মোবাইল নাম্বারের সূত্র ধরে বিজয়নগর থানা ব্রাহ্মণবাড়ীয়ার সহযোগিতায় মালামালের প্রকৃত মালিক মো. ফারুক ভূঁইয়াকে খুঁজে বের করা হয়। তিনি জানান, ট্রেনে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফেনীতে নামানো হয়। এ অবস্থায় তাঁর মালামাল ট্রেনেই রয়ে যায়। তিনি মালামাল পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। গত ২৪ জুলাই তিনি জিআরপি থানায় এসে মালামাল বুঝে নেন। হারানো মালামালের মালিক ফারুক ভুঁইয়া তার সকল মালামাল ফেরত পেয়ে অত্যন্ত খুশি হন এবং সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।