মামার বিয়ে মেহুল পাল (৩২,২১৮) | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ মামা চলেছে বিয়ে করতে ঘোড়ার গাড়ি চড়ে, চলছি সবাই পেছন পেছন হৈ-হুল্লোড় করে। সামনে চলছে ব্যান্ড পার্টি পেছনে আমরা সবাই, বাজনার তালে চলছে নাচ বাদ যে কেউ নাই। হরেক রকম খাবার রে ভাই খেলাম পেট পুরে, গানের সাথে নাচতে থাকি সারারাত জুড়ে।