চট্টগ্রাম কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় এবার মামলা হয়েছে মহানগর দায়রা জজ আদালতে। গতকাল বৃহস্পতিবার বন্দি রূপম কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ মামলাটি করেন। মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। আসামিরা হলেন-চট্টগ্রাম কারাগারের জেল সুপার, জেলর, জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জন ও সাতকানিয়ার মৌলবীর দোকান এলাকার রতন ভট্টাচার্য। এছাড়া বৃহস্পতিবার পৃথক শুনানিতে গত ৩ মার্চ পাওয়া রুপম কান্তি নাথের জামিন বাতিল করেছেন একই আদালত। রতন ভট্টাচার্যের করা একটি মামলায় রূপম কান্তি নাথ গত ১৫ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন।বর্তমানে তিনি চমেক হাসপাতালে বন্দি হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।
বাদীর আইনজীবী রাজীব দাশ আজাদীকে বলেন, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন আদালত। বন্দি রুপম ও তার স্ত্রী (মামলার বাদী) ঝর্ণা রানী দেবনাথের নিরাপত্তা চেয়ে আদালতে আরো একটি আবেদন করা হয়। আদালত সেটিও গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট থানাকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন।