মানুষ হত্যাকারীদের সমূলে উৎখাতে রাউজানবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে

রাউজানে গিয়াস কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সন্ত্রাসী ও মানুষ হত্যাকারীদের রাউজান থেকে সমূলে উৎখাতে রাউজানবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল মঙ্গলবার রাউজান নোয়াপাড়া ইউনিয়নে সন্ত্রাসীদের হাতে নিহত জাহাঙ্গীর আলমের কবর ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমনের মা হোছনারা বেগমের কবর জেয়ারত করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার সাথে ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন, হাবিবুল্লাহ, ছোটন আজম, কামাল উদ্দিন, আমীন উদ্দিন, জুয়েল চৌধুরী, মোজাম্মেল হক, শহীদ চৌধুরী, আবদুল মান্নান মনি, হাসান বাহাদুর, সৈয়দ মো. তৌহিদুল আলম, মো. জাবেদ, মো. রাশেদ, শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, তসলিম উদ্দিন, শাহাদাত মির্জা, শাহজান সাহিল, মো. হোসেন, খোরশেদ, আলমগীর, আবদুর শুক্কুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসবার সহায়তায় বাঁচতে চান এয়ার খাঁন
পরবর্তী নিবন্ধচুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা