মানুষ ও জীবন

খালেদা লিপি | বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

কোন কোন মানুষের জীবনে দুঃখ লেগে থাকে

পোড়া ভাতের গন্ধের মতো।

শতবার ধুয়েও ভাত হতে কি পোড়া গন্ধ দূর করা যায়?

মানুষ দুঃখবিলাসী নয়

সুখের আশায়, নেশায় মানুষ চিরটাকাল

চাতক পক্ষীর মতো চেয়ে থাকে সম্মুখে

মানুষ দুঃখে ডুবে যেতে যেতে ভেসে উঠে,

ফুঁস করে একটা নিঃশ্বাস নিয়ে আবার

নিঃশব্দে ডুবে যতে থাকে।

মানুষ হাত উঠিয়ে ডাকে, বাঁচাও বাঁচাও

কেউ তো শোনে না সে ডাক!

কীভাবে শুনবে?

ডাকার শব্দ তো দুঃখে ডুবে যেতে থাকা

মানুষটার গলায় আটকে গেছে।

কোন কোন মানুষের জীবনে দুঃখ

পোড়া ভাতের গন্ধের মতো সেঁটে যায়

মহাসমুদ্রের জলে আজীবন সাঁতার কেটেও

সে গন্ধ দূর করা যায় না।

মানুষটার কাফনে জড়িয়ে দুঃখ বা

পোড়া গন্ধ পৃথিবী হতে বিলীন হয়।

পূর্ববর্তী নিবন্ধজহির রায়হান : কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধবন্ধুত্ব