মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ

জাতিসংঘ দিবসে সেমিনার

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস এডুকেশন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় মানুষ আজ বহুমুখী হুমকির সম্মুখীন। সকলকে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ কবির হোসাইন।
বাংলাদেশ ল‘ইয়াস কাউন্সিল চট্টগ্রামের সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এডভোকেট আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট ফজলুল বারী, জুবাইর হোসাইন, শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করছেন
পরবর্তী নিবন্ধপাকিস্তানি ভাবধারার কিছু লোক সমপ্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত