চলছে ভাষার মাস। প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষা নিয়ে আমাদের মধ্যে সচেতনতা দেখা যায়। তবে এখনও আমাদের অফিস-আদালত, উচ্চশিক্ষার মঞ্চে বাংলা নয় বরং আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেই কার্যক্রম চালাতে হয়। অথচ ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম মূলনীতি ছিল “সর্বস্তরে বাংলা ভাষার প্রতিষ্ঠা”, যা ৭০ বছর পরও সম্ভব হয়নি। শুধু সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠা হয়নি তা নয়, বরং দেখা যায় বিভিন্ন পোস্টার, দেয়াল লিখন বা ব্যানারে ভুল বানান ব্যবহার করে ভাষাকেই মেরে ফেলা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো অনুষ্ঠানেও বানান ভুল, যা কখনোই কাম্য ছিল না। তাই বানানের ক্ষেত্রে আমাদের আরও সচেতন হওয়া উচিত। বাংলা ভাষার প্রতি ভালবাসা রেখে বর্তমান সমাজকে দেখা যায়; ২১ ফেব্রুয়ারি এই দিনটি উদযাপন করতেই ব্যস্ত, কিন্তু দিনটির তাৎপর্য অনুধাবন করতে একটুও ব্যস্ত নয়। অথচ আমাদের উচিত ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষাকে যথাযথ মর্যাদায় উন্নিত রাখা। আমাদের অসতর্কতা বা অভ্যাসগত কর্মকাণ্ডের জন্য পৃথিবীর অন্যতম এই মিষ্টি ভাষার মর্যাদা যেন কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলা ভাষার উন্নয়ন নিয়েও আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
সাদিয়া ফাতেমা মীম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়