গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.) বলেছেন, আমাদের যখন কারো রক্তের প্রয়োজন হয় তখন আমরা ফ্রেশ রক্তের সন্ধান করি। রেড ক্রিসেন্ট বা অন্যান্য ব্লাড ব্যাংক যারা রক্ত সংগ্রহের কাজ করে তাদের কাছে সহজে যেতে চাই না। আমাদের এমন সংস্কৃতি ত্যাগ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে স্বেচ্ছায় রক্তদান, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের বার্ষিক সম্মেলন, রক্তদাতা পুনর্মিলনী ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মো. ফরিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মিনহাজ উদ্দিন মিনার, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











