মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা নেতৃবৃন্দের সাথে গত ২৮ জুন মতবিনিময় করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদ নেতৃবৃন্দ। মতবিনিময়কালে কেন্দ্রিয় নেতৃবৃন্দ একজন অসহায় মেয়ের বিয়ের জন্য নগদ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, তরুণ কুমার আচার্য্য, রুবেল শীল, ডা. বরুণ কুমার আচার্য, ঝুন্টু শীল, ধীমান দাশ, সোনারাম আচার্য্য, মানিক বড়ুয়া, রণা শীল, সমীর পাল, শিবু ভট্টাচার্য্য, ঝুমুর সর্দার, বিপ্লব চৌধুরী কাঞ্চন, কলিঞ্চ দাশ, এম.টি সুজন ত্রিপুরা প্রমুখ। এতে কেন্দ্রীয় সভাপতিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।