মাইক্রোবাসের চালকের সিটের নিচে ‘বিশেষ কায়দায়’ লুকানো ছিল ৯ হাজার ইয়াবা। পুলিশের তল্লাশিতে ধরা পড়ল ইয়াবাসহ যাত্রীবাহী মাইক্রোবাসের চালক। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় আসলে গাড়িতে তল্লাশি চালায় আগে থেকে অবস্থান নেয়া পটিয়া থানার পুলিশ। এ সময় চালকের পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ইয়াবা উদ্ধার
করা হয়। এ ঘটনায় মাইক্রোসহ চালক সমির উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে। আটক সমির কঙবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুল ওয়াহেদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, ইয়াবাগুলো তিনি চকরিয়া থেকে চট্টগ্রামের পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, শুক্রবার (গতকাল) ইয়াবাসহ আটক সমিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি ছাড়াও একটি মুঠোফোন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।