মা গর্ভে ভেসে থাকে মানবশিশু
নারী জন্মদাত্রী প্রভুর দান,
ধরণীকূলে জননীর সুউচ্চ আসন
জন্ম মাতৃভ্রুণে মা মৃত্তিকায় গড়ন
নারী গর্ভে সদ্যোজাত সৃষ্টি পরম
আরাধ্য সাধন।
ঝরে অকাল শিশু কখনও রত্ন যিশু
কে বুঝে কঠিন ব্যথার ধন
সে বাড়ে ক্রমে ক্রমে ধীরে মন্থরে
তরুণ থেকে যুবা, নারী বা পুরুষের অবয়বে
বীজ চারাগাছ ফুল–ফল এমনই নিয়ম
প্রকৃতির বেঁধে দেয়া জীবনচক্রে মানুষ হতে বন্যপশু।
মনভুবনে নন্দিত সে মানুষ তারাই তো মানুষ
যুগান্তরে মানবের তরে আলো হয়ে জ্বলে,
নারীকে নিন্দিত করার মৌন মত্ত অপপ্রয়াস
সমাজে মনের অগ্নিমান্দ্য জ্বালায়
নিজে পুড়ে পোড়ায় মন তাচ্ছিল্য অনলে।
সেরা হও বিনম্র হও গর্ভধারিণী নারীর
কন্যা জায়া জননী সমগ্র ধরণীর
কদাচিৎ মন উপড়ে ফেলে দাও
কেটে ফেলে দাও বিষাক্ত আগাছা
হও আত্মার আশীর্বাদ
হবে বিলুপ্ত নিশ্চিত অসীমের শরীর।