মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা দিয়েছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গতকাল স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে হাসপাতালের করোনা ম্যানেজমেন্ট সেলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং ট্রেজারার রেজাউল করিম আজাদের হাতে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয় ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক, প্রশাসন ডা. আশরাফুল করিম এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।