মা ও শিশু হাসপাতালের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে গতকাল শনিবার মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। স্বাগত বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইয়ার বুক প্রকাশনা কমিটির সম্পাদক প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ। আরো বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও ইয়ার বুক প্রকাশনা কমিটির নির্বাহী সম্পাদক প্রফেসর ডা. এম জালাল উদ্দিন। প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী বলেন, মা ও শিশু হাসপাতাল বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। করোনাকালে মা ও শিশু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে চট্টগ্রামবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। চট্টগ্রামের মানুষ মা ও শিশু হাসপাতালকে চিকিৎসা সেবায় আশার আলো হিসেবে গণ্য করে। তিনি মা ও শিশু হাসপাতালের ক্যান্সার হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানান। চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পপতি ও সর্বস্তরের মানুষকে এই ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি অনুরোধ জানান। এ ব্যাপারে ফান্ড সংগ্রহের জন্য একটি ক্যাম্পইনের আয়োজন করার জন্য তিনি অনুরোধ করেন। সাধারণ মানুষকে হাসপাতালের এ সকল কাজে সম্পৃক্ত করার জন্য তিনি অনুরোধ করেন। তিনি হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। মা ও শিশু হাসপাতালের অধীনে ডেন্টাল ইউনিট স্থাপনের জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানান। এছাড়া হাসপাতালের গ্রান্ট ইন এইড খাতে সরকারি অনুদান বৃদ্ধির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি হাসপাতালের ইয়ার বুকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ আজিম নাজিমউদ্দিন, সদস্য ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, হাসপাতালর পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য ও শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা। প্রেস বিজ্ঞপ্তি।