অসুস্থ এক বৃদ্ধাকে হোটেলে রেখে চলে গেছেন এক যুবক, যিনি নিজেকে ওই নারীর ছেলে পরিচয় দিয়েছিলেন।
যাওয়ার সময় তিনি বলে যান, “আমার মা এখানে থাকল, ওষুধ কিনে এনে নিয়ে যাচ্ছি।” ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের ‘শাহী নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি হোটেলে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে। খবর বিডিনিউজের।
খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে হোটেল মালিকের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করেছে।নান্না বিরিয়ানির মালিক রিফাত হোসেন বলেন, হোটেলে আসার পর অজ্ঞান হয়ে পড়ে যান এই বৃদ্ধা।“তার ছেলে পরিচয় দানকারী এক যুবক বলেন- ‘আমার মা এখানে থাকল।