মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

পানি খাওয়া নিয়ে দ্বন্দ্ব

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে পানি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সোহেল (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের ওসমান গনির ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা এলাকার আমতলী গ্রামে মতিউর রহমানের চা দোকানে ক্রিকেট বিশ্বকাপে ভারতনিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে স্থানীয় মৃত নজর আলীর ছেলে আহসানসহ কয়েকজন যুবক খেলা দেখতে বসে। এসময় আহসান দোকানদারের হাতে থাকা মিনারেল ওয়াটারের বোতলের পানি খেতে চাইলে দোকানদার পানির বোতল না দিয়ে বোতলে থুথু ছিটিয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে দোকানদার মতিউর রহমান ও তার ভাতিজা মোবারক এবং নিহত মো. সোহেলর সাথে আহসানের কথা কাটাকাটি হয়। পরে যে যার মতো চলে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই কথা কাটাকাটির জের ধরে মগরিয়াকাটা আমতলী এলাকায় আহসান অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে সোহেলকে গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে আরও ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সোহেলকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী ও প্রতিপক্ষের লোকজন অভিযুক্ত আহসানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালনোর খবর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্দান্ত জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধআমদানি কমায় ভাড়া নেই লাইটারের