৪১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার সাবেক সিটি মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। চৌধুরীপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদ অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা বেগম। সাধারণ সম্পাদক স্বপ্না বেগমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পতেঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মো. আলী। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রুজি আকতার, প্রচার সম্পাদক মনোয়ারা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিউলি বেগম, সদস্য রশিদা বেগম, রোকসানা, জেসমিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পতেঙ্গা থানার সদস্য সম্রাট, মো. নাদিম, নাছির প্রমুখ। সভায় বক্তারা বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা। মহিউদ্দিন চৌধুরীর রাজনীতির ধারা ছিল ব্যতিক্রমী, সৃষ্টিশীল ও সেবাধর্মী। তিনি নগরীতে শিক্ষার আলোর ছড়িয়ে দিয়েছিলেন, জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন স্বাস্থ্যসেবা। প্রেস বিজ্ঞপ্তি।