পটিয়ায় মহাসড়কে পিকআপের পিছন থেকে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজার। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউপির পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক বিমল দাশ (৫৪) ও সহকারী নয়ন দাশ (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারীতে। নিহত বিমলের ছোট ভাই সৈকত দাশ ইমন জানান, তার বড় ভাই পিকআপ চালক বিমলের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। অপরদিকে পিকআপের হেলপার নয়ন গত সাড়ে ৩ মাস পূর্বে কক্সবাজার জেলার আজিজ নগরের সুকুমার দের কন্যা মাধবী দের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। সাড়ে তিন মাসের মাথায় তার স্ত্রী মাধবী দে স্বামী নয়নকে হারিয়ে ফেললো। এ ঘটনায় তাদের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত সোমবার রাতে পিকআপ চালক বিমল ও তার ভাতিজা মাছের খাদ্য নিয়ে দোহাজারীমুখী যাওয়ার পথে তাদের পিকআপে পিছন দিকে থেকে মালামাল বোঝায় অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় চালক বিমল ও হেল্পার নয়ন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম দৈনিক আজাদীকে জানান, চালক ও সহকারী নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহত দুই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হবে না বলে লিখিত দিয়েছেন। তাছাড়া পিকআপটিও তাদের নিকট আত্মীয়ের বলে জানা গেছে।