মহাসড়কে গাড়ি থামাতেই ঝাপটে ধরল ছিনতাইকারীর দল

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাকিব (৩০) নামে এক লরিচালক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টমেট্রো ৮১-২৫৬৩ নম্বরের একটি লরি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন রাকিব। পথে সোনাপাহাড় এলাকায় একটি হোটেলে থামেন। এ সময় কয়েকজন যুবক ছুরিকাঘাত করে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ক্রেডিট কার্ড নিয়ে যায়।
আহত রাকিবকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপুকুর থেকে বল তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
পরবর্তী নিবন্ধকঠোর লকডাউনের দুই দিন আগে শেষ হচ্ছে বইমেলা