মীরসরাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাকিব (৩০) নামে এক লরিচালক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টমেট্রো ৮১-২৫৬৩ নম্বরের একটি লরি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন রাকিব। পথে সোনাপাহাড় এলাকায় একটি হোটেলে থামেন। এ সময় কয়েকজন যুবক ছুরিকাঘাত করে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি ক্রেডিট কার্ড নিয়ে যায়।
আহত রাকিবকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।












