মহাসড়ক অবরোধের চেষ্টা, লোহাগাড়ায় শিবির নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টাকালে শাহ নেওয়াজ শরীফ সাকিব (২৩) নামে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন বিওসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ার মোকতার আহমদের ছেলে ও একই ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি। পুলিশ জানায়, সারাদেশে বিএনপিজামায়াতের ডাকা হরতালের সমর্থনে ঘটনাস্থলে ৮১০ জনের একটি দল গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা পালিয়ে যাওয়ার সময় সাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার সাকিব ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় নারীরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করছে
পরবর্তী নিবন্ধধর্মীয় শিক্ষা গ্রহণ করলে মানুষ কখনো নীতিভ্রষ্ট হয়না