মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন জুন ও জুলাইয়ে করতে চায় আওয়ামী লীগ। ইতোমধ্যে কেন্দ্র থেকে দুই সংগঠনের শীর্ষ নেতাদের সম্মেলনের ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ। এ জন্য এবারের মহানগর ও দক্ষিণ জেলায় নতুন নেতৃত্ব প্রত্যাশী অনেক।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী জুনে এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী জুলাইয়ে করার জন্য প্রস্তুতি নিতে দুই জেলার শীর্ষ নেতাদের জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুই জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলে কেন্দ্রীয় নেতাদের সূত্রে জানা গেছে।
এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, আমাদেরকে প্রাথমিক ভাবে জুলাইয়ে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এদিকে গত ৮ মে রবিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়ও আগামী জুলাইয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও জেলা সম্মেলনের আগে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করারও সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শেষে ঐদিন সন্ধ্যায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সার্কিট হাউসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ঈদের পরে জুনে আওয়ামী লীগ সভানেত্রীর সুবিধা মতো একটি তারিখে নগর আওয়ামী লীগের কাউন্সিল করতে চাই। এ জন্য ঈদের পর পরই মহানগর আওয়ামী লীগের অসম্পন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন করার সিদ্বান্ত গ্রহণ করেছি। আমরা ১৫ থানায় সাংগঠনিক টিম ভাগ করে দিলাম। এখন একদিনে ১৫ টি ওয়ার্ড সম্মেলন করতে সমস্যা নেই। একই দিনে ১৫টি ইউনিট ও থানা সম্মেলন করতে সমস্যা নেই। একইদিনে একাধিক থানা সম্মেলন করতেও সমস্যা নেই। আগস্টে আমরা কোনো সম্মেলন করি না। সে জন্য আমাদের টার্গেট হচ্ছে আমরা জুনের মধ্যে সম্মেলন শেষ করতে চাই।
এদিকে আগামী জুন ও জুলাইয়ে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেললকে ঘিরে নতুন নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে নানান মেরুকরণ শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ পদ নিয়ে নানান চমকপ্রদ তথ্য শোনা যাচ্ছে রাজনৈতিক মাঠে। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনের নাম আলোচনায় ঘুরপাত খাচ্ছে। অপরদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ পদের জন্যও বর্তমান-সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া ৭ জনের নাম আলোচনায় রয়েছে। সব কিছু মিলিয়ে মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রামের আওয়ামী রাজনীতি এখন সরগরম হয়ে উঠছে। চলছে নানান চেষ্টা-তদ্বির।