ধার্মিক মানুষ মাত্রই মসজিদের প্রতি শ্রদ্ধাশীল। হোক না সে ভিন্নধর্মাবলম্বী। মসজিদ সন্দেহাতীতভাবে আল্লাহর ঘর। যা কালামুল্লাহ শরীফ ও সুন্নাতে রাসূল (দ.) দ্বারা স্বীকৃত। মসজিদের পবিত্রতা রক্ষা করা মসজিদ কমিটির যেমন দায়িত্ব, ঠিক একইভাবে প্রতিটি মুসলমানের কর্তব্য হলো মসজিদের মান-মর্যাদা অক্ষুণ্ন রাখা। অনেক সময় দেখা যায় আল্লাহর ঘর মসজিদে মহান আল্লাহর জিকিরের চেয়ে নেতার প্রশংসাই বেশি হয়। মসজিদে ইসালে সাওয়াব মাহফিলের ব্যানারে নারী-পুরুষের ছবি, দোয়া মাহফিলে ব্যানারে নেতার ছবি, জন্মদিনের প্রোগ্রামে নেতা-নেত্রীর ছবি। এসব নীতিবিবর্জিত কাজ ইসলামের দৃষ্টিতে যেমন চরমভাবে হারাম, ঠিক একইভাবে সচেতন মহলের বিবেকেও ঘৃণিত। মসজিদে নারী-পুরুষের ছবিযুক্ত ব্যানার সাঁটিয়ে যেকোনো ধরনের প্রোগ্রাম অবশ্যই পরিত্যাজ্য। এ কাজ কোন নেতা-নেত্রীর সম্মান বাড়ায় না বরং বহুলাংশে সম্মান ও জনপ্রিয়তা কমায়। মুসলিম প্রাণের সর্বোচ্চ সম্মানের স্থান মসজিদকে এ সমস্ত অপবিত্রতা থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটিসহ সকলের প্রতি আহবান জানাচ্ছি। মসজিদে মানুষের ছবিযুক্ত ব্যানার ব্যবহারের উপর শাস্তির বিধান রেখে কঠোর আইন জারি করার অনুরোধ জানাচ্ছি, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতি।
সাইফুল ইসলাম চৌধুরী, খতিব, গাউসিয়া উসমান চৌধুরী জামে মসজিদ, চট্টগ্রাম।