সেভ দ্য চিলড্রেনের সহায়তায় মমতার পরিচালনাধীন ‘নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত হয়। সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডভিত্তিক শিশুকেন্দ্রে এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করে মমতা। সম্প্রতি সপ্তাহব্যপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিশু সুরক্ষা ও বিকাশ, হাত ধোয়া, শিশু সুরক্ষা ও সীমানা সচেতনতা, গল্প বলা ও গান শোনানো। এছাড়া উপস্থিত বক্তৃতা, স্বাস্থ্যকর উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শিশু একাডেমীর শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম ‘আমার কথা শোন’ অনলাইন অনুষ্ঠানে নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের ২ জন কিশোরী দলের সদস্য অংশগ্রহণ করে। একই প্রকল্পের আওতায় সম্প্রতি কন্যা শিশু দিবস উদযাপিত হয়। কিশোরীদের অংশগ্রহণে ‘শিশু নির্যাতন এবং শিশু অধিকার’ শীর্ষক উপস্থিত বক্তৃতায় ৬০ জন কিশোরী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কিশোরীদের মাঝে স্বাস্থ্যকর ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।