গহিরায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:২১ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন রাউজানে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। গতকাল বুধবার সেনা সদস্যের একটি মেডিকেল টিম গহিরা সাজেদা-কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবা দেয়। সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত এখানে চিকিৎসাসেবা প্রদান করেন সিএমএইচ থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। ক্যাম্প থেকে রোগিদের ফ্রি ঔষধ দেয়া হয়। ক্যাম্পের সমন্বয়কারী ক্যাপ্টেন এনায়েত উল্লাহ জানান, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেনাবাহিনীর কর্মসূচি হিসাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এই সেবা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় চলমান থাকবে। তিনি বলেন, রাউজানের অন্যান্য এলাকায়ও ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করবে সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন। সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর এন এম ফরহাদুজ্জমানের নেতৃত্বে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। গহিরায় চিকিৎসা ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন কাউন্সিলর কাজী ইকবাল, ইরফান আহমদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, সাখাওয়াত হোসেন পিবলু।

পূর্ববর্তী নিবন্ধমমতার শিশু অধিকার সপ্তাহ উদযাপন
পরবর্তী নিবন্ধউত্তর জেলা মহিলা আ.লীগের স্বাগত মিছিল