মফস্বল গ্রামগুলোতে মাদকের অবাধ বিস্তার

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

বর্তমান বাংলাদেশের বিভিন্ন শহর ছাড়িয়ে, মফস্বল গ্রামগুলোতে মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। বিভিন্ন শহরগুলোর মত মফস্বল গ্রামেও হাতের নাগালেই মাদক পাওয়া যাচ্ছে। উঠতি বয়সের কিশোর এবং তরুণরা যতই দিন গড়াচ্ছে ততই বেশি মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। তারা কৌতুহলবশত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করছেন এবং মাদকাসক্ত হয়ে যাচ্ছেন। এই কিশোর এবং তরুণরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু দেখা যাচ্ছে মাদকের প্রভাবের ফলে একটা মাদকাসক্ত অসুস্থ সমাজ তৈরি হচ্ছে। এই মাদকের প্রভাবে শিক্ষাক্ষেত্রেও তাদের একটা ক্ষতিকর প্রভাব পড়েছে। গ্রামের হাতে গোনা কিছু সংখ্যক ছোটছোট চায়ের দোকানে, লোক চক্ষুর আড়ালে মাদকের রমরমা ব্যবসা চলছে। দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনী শহরগুলোতে মাদকবিরোধী অভিযানে অনেকটা কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু মফস্বল গ্রামগুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর একদম উদাসীনতা। সেখানে নামমাত্র মাদকবিধি অভিযান চালানো হয়ে থাকে। কঠোর ভাবে অতি দ্রুত এর ব্যবস্থা যদি না নেয়া হয়। আগামী কয়েক বছরের মধ্যে অসুস্থ সমাজ এবং জাতি তৈরি হবে বলে মনে করি।

মো: সাব্বির হোসেন মিরাজ

শিক্ষার্থী,

পূর্ববর্তী নিবন্ধশহীদ আসাদ : নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক
পরবর্তী নিবন্ধকারো পৌষ মাস, কারো সর্বনাশ