মনুষ্যত্ব হলো অচেতন মনের খাঁচা

চবি বাংলা বিভাগের সেমিনারে ড. ইমদাদুল হক

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

চবি কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারিতে বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সদস্য ড. মোহাম্মদ শেখ সাদীর সার্বিক পরিচালনায় ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় এবং বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাসলিমা বেগমের সভাপতিত্বে গত ৬ জুন ‘মহাভারত ও রবীন্দ্রনাথ : আর্থসামাজিক ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষ আলোচক ছিলেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। স্বাগত বক্তব্য দেন, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের গাইডেন্স ফাউন্ডেশনর ম্যানেজিং ট্রাস্টি ড. ইমদাদুল হক। তিনি বলেন, মনুষ্যত্ব হলো অচেতন মনের খাঁচা। মানে সচেতন মন নিয়ে কাজ করে।

মানুষের ভেতরে সকল প্রাণীর বিশেষণ আছে। তাই মানুষকে পশুত্ব নিয়ন্ত্রণ করে মনুষ্যত্বে উত্তরণ করতে হয়।

বিজ্ঞান ও সাহিত্যকর্ম নিয়ে তিনি বলেন, আমরা যখন কোনো কিছু করি তার আগে আমরা মনের ক্যানভাসে ছবি আঁকি। যখন সেটা বাস্তব হয় তখন তা বিজ্ঞান। কিন্তু যখন আমরা মনের ভেতর ভাবি তখন তা সাহিত্য। অর্থাৎ সাহিত্য হচ্ছে বিজ্ঞানের পূর্ববর্তী ধাপ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধসরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে