মন ছুঁয়ে যায়

কুতুবউদ্দিন বখতেয়ার | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

মন ছুঁয়ে যায় সাগরনদী

পাহাড় পর্বত সবুজ বন

মন ছুঁয়ে যায় আশেপাশের

ভালো মনের মানুষ জন।

মন ছুঁয়ে যায় পাখপাখালি

মিষ্টি মধুর পাখির ডাক

মন ছুঁয়ে যায় ইছামতি

নদীর ধারে বকের ঝাঁক।

মন ছুঁয়ে যায় মিষ্টি হাওয়া

ঢেউ জাগানো ধানের খেত

মন ছুঁয়ে যায় দিগন্ত মাঠ

চোখ জুড়ানো সবুজ খেত।

মন ছুঁয়ে যায় রাতের তারা

মনমাতানো জ্যোৎস্না রাত।

মন ছুঁয়ে যায় আমার মায়ের

স্নেহ ভরা মিষ্টি হাত।

পূর্ববর্তী নিবন্ধকার্ল মার্ক্স : সমাজতান্ত্রিক বিপ্লবী
পরবর্তী নিবন্ধভাবনা