মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালানো হয়েছে। এসময় বিপুল লোহার রড, স্টাম্প, হকিস্টিক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে একইসাথে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ তল্লাশি। এসময় প্রক্টরিয়াল বডি ছাড়াও উপস্থিত ছিল হল প্রশাসন ও পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শাহ আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এসময় তারা চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে ছড়াও হয় প্রতিপক্ষের ওপর। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জনের মতো আহত হয়। এর আগে বুধবার রাতে ঢাকা হোটেলে ঘটনার সূত্রপাত হয়।
এ ব্যাপারে সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া আজাদীকে বলেন, পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালাচ্ছি। এসময় কাউকে আটক করা হয়নি। আমরা কিছু রড, স্টাম্প পেয়েছি।