একাধিক গাড়ি থাকলে গুনতে হবে পরিবেশ সারচার্জ

২৫০ সিসির বেশি ক্ষমতার বাইক আমদানিতে শতভাগ সম্পূরক শুল্ক

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাসায় একটি গাড়ি আছে, আরেকটি কিনতে চাইছেন কিংবা ইতোমধ্যে একাধিক গাড়ি আছে আপনার নামে, তাহলে নতুন বছরে আপনাকে গুনতে হবে পরিবেশ সারচার্জ। ইঞ্জিনের ক্ষমতাভেদে এই সম্পদকরের পরিমাণ প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত। নতুন অর্থবছরের ঘোষিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া এবারের বাজেটে ২৫১ থেকে ৮০০ সিসি বা তার বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে ১০০ শতাংশ সম্পূরক শুল্কহার প্রস্তাব করা হয়েছে। খবর বিডিনিউজের।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কোনো করদাতার নামে একাধিক মোটরগাড়ি (কার, জিপ ও মাইক্রোবাস) থাকলে একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে। প্রস্তাবিত এ হার হচ্ছে১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য সারচার্জ ২৫ হাজার টাকা। ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট থেকে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের মধ্যে ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে সারচার্জ দিতে হবে ৫০ হাজার টাকা। ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট থেকে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের মধ্যে ক্ষমতাসম্পন্ন প্রতিটি গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ দিতে হবে ৭৫ হাজার টাকা। ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট থেকে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট ক্ষমতার প্রতিটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে দেড় লাখ টাকা। ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট থেকে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের প্রতিটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ প্রস্তাব করা হয়েছে দুই লাখ টাকা। ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতিটি গাড়ির জন্য দিতে হবে সাড়ে ৩ লাখ টাকা।

বাইক আমদানিতে সম্পূরক শুল্ক : বাজেটে ২৫১ থেকে ৮০০ সিসি বা তার বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে ১০০ শতাংশ সম্পূরক শুল্কহার প্রস্তাব করা হয়েছে। তবে সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) ফোরস্ট্রোক ২৫০ সিসি পর্যন্ত বাইকের সম্পূরক শুল্কহার ৬০ শতাংশ করতে চায় সরকার।

নতুন অর্থ বছরের ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী বিযুক্ত অবস্থায় (সিকেডি) ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের শুল্কহার ২০ শতাংশের প্রস্তাব রেখেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ব্যবহার করা যায়এমন মোটরসাইকেলের ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ১৬৫ সিসি। আর দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি মোটরসাইকেলের সিসি ক্ষমতার সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। তবে তার বিরোধিতা করছে খাতটিরই অনেক কোম্পানি।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে দুই হলে তল্লাশি
পরবর্তী নিবন্ধকরারোপ বাড়াবে বাড়ি-ফ্ল্যাটের খরচ