হযরত গাউছুল আজম শাহসুফি মওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর (ক.) নাতি শাহজাদা শাহসুফি মওলানা সৈয়দ সামশুল হুদা আল-হাছানী আল-মাইজভান্ডারীর (ক.) ৪৩তম ওরশ শরীফ আগামী ১৫ জানুয়ারি মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে বাদে ফজর খতমে কোরআন, বাদে মাগরিব রওজা শরীফে মিলাদ মাহফিল, বাদে এশা হালকায়ে জিকির, ছেমা মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য শাহজাদা সৈয়দ নাজিম উদ্দীন মাইজভান্ডারী আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।