পাতায় পাতায় আলোর ঝিলিক দোয়েল পাখির শিসে
উঠোন জুড়ে ভোরের মায়া পরানে যায় মিশে।
মোরগ ফুলের রঙিন ঠোঁটে চুম দিয়ে যায় হাওয়া
মন জুড়ানো ভোরের আদর উদাস হয়ে যাওয়া।
কোন বনেতে গাইলো শ্যামা পড়লো পাতা ঝরে
সকাল এলো দেয় জানিয়ে কতোরকম করে।
নতুন ভোরের মায়ার টানে ঢেউ বয়ে যায় নদী
কাশের বনে হাওয়ার খেলা চলছে নিরবধি।
আঁধার ভাঙা আলোর সকাল জাগায় প্রাণে আশা
ভোরের মায়ায় ঘুমটি ভেঙে মাঠ পানে যায় চাষা।