ভোটের অ্যাপে কী সুবিধা?

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো যে অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন, সেই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিতে ভোটার তথ্য জানা যাচ্ছে অনায়াসেই। ফলে আগের বছরগুলোর মতো কোন কেন্দ্রে ভোট দিতে যেতে হবে তা নিয়ে যেমন জটিলতায় পড়তে হবে না, তেমনই ভোটকেন্দ্রে গিয়ে নম্বর খোঁজার বিড়ম্বনার মধ্যেও পড়তে হবে না।

ভোটের দিন এই অ্যাপ ব্যবহার করে প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক ভোট পড়ার হার জানা যাবে। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এ অ্যাপ বানিয়েছে ইসি। খবর বিডিনিউজের।

ইসি কর্মকর্তারা বলছেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে মিলছে দরকারি নানা তথ্য। হোম পেইজের সার্চ ভোট কেন্দ্র অপশনে জন্মতারিখ ও এনআইডি কার্ডের নম্বর দিয়ে ভোটার নম্বর, ভোটিং ক্রমিক নম্বর; কেন্দ্রের নাম, ঠিকানা ও ছবি; গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান যেমন জানা যাচ্ছে; তেমনই ওই আসনের প্রার্থীর নাম, প্রতীক, হলফনামা, আয়কর রিটার্ন এবং নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণীও জানা যাচ্ছে।

যেভাবে অ্যাপে যুক্ত হবেন : অ্যান্ড্রয়েড বা আইফোন ফোনের স্টোর থেকে ঝসধৎঃ ঊষবপঃরড়হ গধহধমবসবহঃ ইউ ইন্সটল করতে হবে। অ্যাপটি চালু করা হলে নির্বাচন কমিশনের লোগো সংবলিত পেইজ আসবে।

কিছুক্ষণের মধ্যে ভাষা (ইংরেজি ও বাংলা) নির্বাচন করতে বলা হবে। ভোট সংক্রান্ত তথ্য দেখতে জন্মতারিখ ও এনআইডি নম্বর দিয়ে ‘যাচাই করুন’ এ ক্লিক করতে হবে। হোম ছাড়াও অ্যাপটিতে তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে আরো তিনটি মেনু আছে।

তথ্য মেনু : এ মেনুতে দ্বাদশ সংসদ নির্বাচনের পাশাপাশি একাদশের তথ্য আছে। যেকোনো একটি নির্বাচন করার পর আসনসমূহের তথ্য, এক নজরে, নিবন্ধিত দলসমূহ ও নোটিস বোর্ড বাটন আছে। আসনসমূহের তথ্যে বিভাগভিত্তিক আসন, সেই আসনের মোট ভোটার, মোট কেন্দ্র, প্রার্থী পরিচিতি ও প্রতিটি কেন্দ্রের ঠিকানা মিলছে।

একনজরে বাটনে মোট ভোটার, তাদের মধ্যে নারী, পুরুষ ও হিজড়ার সংখ্যা, মোট প্রার্থীর সংখ্যা এমন নানা তথ্য মিলছে। নিবন্ধিত দলসমূহ বাটনে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল ও প্রতীকের তথ্য আছে। নোটিস বোর্ড বাটনে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন নোটিসের তথ্য দেখা যাচ্ছে।

ভোটের অ্যাপে কী সুবিধা?

ফলাফল মেন্যু : এ মেনুতে আপনার আসন ও সকল আসন নামে দুটি মেন্যু আছে। ভোটের দিন ‘আপনার আসন’ মেন্যু থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ফলের সংক্ষিপ্ত বিবরণী, বেসরকারিভাবে গণনায় এগিয়ে থাকা প্রার্থীর নাম, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যাবে।

আজ রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। ভোট চলা অবস্থায় ‘ভোট গ্রহণ চলছে’ দেখা যাবে। ভোট গ্রহণের সময় প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক ভোটের হার দেখা যাবে। আর ‘সব আসন’ মেন্যু থেকে সারাদেশের যেকোনো আসনের ফল মিলবে।

বিশ্লেষণ : ফল প্রকাশের পর তার বিশ্লেষণ দেখা যাবে এই মেন্যুতে।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে ভোট দিতে পারছেন না মনজুরসহ পাঁচ প্রার্থী
পরবর্তী নিবন্ধনির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন