ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মীরসরাইয়ে দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনার প্রকৃত প্রতিফলন ঘটাতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও বৈষম্যমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল দায়িত্বশীলকে সদা সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল সোমবার মীরসরাইয়ে উপজেলার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আদর্শ শিক্ষক ফেডারেশন উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী এবং চট্টগ্রাম(মীরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ছাইফুল রহমান, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, উত্তর জেলা সেক্রেটারি মোহাম্মদ রায়হান, ইউসুফ বিন সিদ্দিক প্রমুখ। অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলনের নেতৃত্বে সৎ ও যোগ্য লোকদের সামনে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের হৃদরোগ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধকাগতিয়ায় গাউছুল আজম মুনিরী (রা.) আট পাড়ার সম্মিলিত সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় সভা