ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। নিজ বাসভবনে গতকাল শনিবার সকালে এই সৌজন্য সাক্ষাতে ভূমিমন্ত্রী নগরীর ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ ও সড়ক সংস্কারের তড়িৎ পদক্ষেপের প্রশংসা করে বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় প্রশাসক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারইপাড়া খাল খনন, কুলগাঁও বাস টার্মিনাল, লালচাঁন খাল ও রাস্তা অধিগ্রহণ এবং অর্থ সহায়তায় সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া নগরীর পাহাড়তলীস্থ জোড়ডেবা ও ভেলুয়ার দীঘিকে পর্যটনের আওতায় এনে দৃষ্টিনন্দন করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন প্রশাসক। মন্ত্রী এ বিষয়ে প্রশাসককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সাক্ষাতে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক এবং প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।