ভূমিকম্পের সুযোগে সিরিয়ায় জেল ভেঙে পালাল ২০ জন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি। গত সোমবার তুরস্কের পাশাপাশি ভূকম্পন হয় সিরিয়াতেও। উত্তর–পশ্চিম সিরিয়ার রাজো শহর এই কম্পনে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তুরস্কের সীমান্তলাগোয়া এই শহরেই একটি বিশাল জেল। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এই জেলে বন্দির সংখ্যা প্রায় ২ হাজার। তার মধ্যে ১৩০০ বন্দিই সন্দেহভাজন আইএস জঙ্গি। রাজো জেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোরে ভয়ানকভাবে কেঁপে ওঠে রাজো শহর। প্রবল কম্পনে জেলের দেওয়াল, দরজা ভেঙে গিয়েছিল। আর এই সুযোগ নিয়ে বন্দিরা জেলের ভিতরে তাণ্ডব শুরু করে দেয়। জেলের দরজাগুলো আলগা হয়ে যাওয়ায় বহু বন্দি বেরিয়ে এসে জেলখানার একাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে।
বন্দিদের ধরতে যখন জেলের কর্মীরা ব্যস্ত ছিলেন, সেই সময় আইএসের ২০ জন জঙ্গি সুযোগ বুঝে পালিয়ে যায়। বাকি বন্দিদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলেও ২০ আইএস জঙ্গির কোনও হদিস মেলেনি বলে জেল সূত্রে খবর।