পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত সভা স্থগিতের ঘোষণার পর রাঙামাটিতে নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতালও স্থগিত করা হয়েছে। ভূমি কমিশনের সভা বাতিল ও সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শুরু হওয়া হরতাল ৯ ঘণ্টা চলার পর বিকাল ৩টা থেকে তা স্থগিত করেছে বাঙালি ভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এর আগে দুপুরে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিবের জারি করা এক চিঠিতে রাঙামাটিতে বুধবার অনুষ্ঠিতব্য সভা স্থগিত করা হয়। বিষয়টি জানার পরপরই গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে রাঙামাটিতে এক প্রেস ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান হরতাল স্থগিতের ঘোষণা দেন। এর আগে হরতালের সমর্থনে সকাল থেকে প্রধান সড়ক দখলে নেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পিকেটাররা। এদিকে, হরতালের কারণে বন্ধ ছিল সবধরণের যানবাহন চলাচল। খুলেনি দোকান-পাট। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহম্মেদ বলেন, হরতালের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঙামাটি শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে হরতাল ডাকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।