সন্দীপনা আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৪র্থ দিনের কর্মসূচি ‘একুশের পদাবলী’ গতকাল বৃহস্পতিবার সংগঠনের দোস্তবিল্ডিংস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও কর্মসূচির সূচনা করেন সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহার উল ইমান চৌধুরী, শিল্পী এমএ হাশেম, দেবব্রত দে দেবু, শাহ্ তামরাজুল আলম, মুস্তাফিজুর রহমান মানিক, ধনঞ্জয় শর্মা প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উজ্জ্বল সিংহ, বাসুদেব রুদ্র, বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, স্বর্ণময়ী শিকদার, মৈত্রী আশ্চার্য, আজগর আলি, নিবেদিতা আচার্য্য, নন্দীনি দেব, শিল্পি শর্মা প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন তরনী সেন, ইমরান ফারুকী, সঞ্চয় কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।