ভালোবেসে বিয়ে, চার মাস পর ঝুলন্ত লাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

পোশাককর্মী বিবি খাদিজা (১৯) চার মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কম্পিউটার দোকানের কর্মচারী সাদ্দাম হোসেনকে। ভাড়া থাকতেন ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার সুলতান কলোনিতে। বিয়ের পর থেকেই নানা ছুতোয় বিভিন্ন সময়ে মারধর করতেন স্বামী। এমন পরিস্থিতিতে ভাড়া বাসা থেকে উদ্ধার হলো খাদিজার ঝুলন্ত লাশ। স্বামী সাদ্দাম হোসেনই পুলিশে খবর দিয়েছেন। তবে পুলিশ বলছে, তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী এলাকার সুলতান কলোনির ভাড়া বাসা থেকে পোশাককর্মী খাদিজার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পুলিশে খবর দেন স্বামী। আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। স্বামী সাদ্দাম হোসেন বলছেন, অভাব-অনটন ও পারিবারিক বিবাদজনিত কারণে তারর সাথে ঝগড়ার এক পর্যায়ে আত্মহত্যা করেছেন বিবি খাদিজা। গতকাল মঙ্গলবার সকালেও সাদ্দামের সাথে খাদিজার ঝগড়া হয়। ঝগড়ার পর সাদ্দাম বাসা থেকে বের হয়ে যান। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধ১১৫ স্থাপনা ধ্বংস, শত কোটি টাকার সম্পত্তি উদ্ধার
পরবর্তী নিবন্ধশেক্সপিয়রের উক্তিকেই সত্য প্রমাণ করলেন রিংকু!