১১৫ স্থাপনা ধ্বংস, শত কোটি টাকার সম্পত্তি উদ্ধার

কেরানীহাটে সওজের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ দখলে থাকা প্রায় তিন একর জমি উদ্ধার করেছে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। সওজ কর্মকর্তারা জানান, কেরানীহাট এলাকায় ফ্লাইওভার নির্মাণ ও জনদুর্ভোগ কমাতে এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, কেরানীহাট গরুর বাজার থেকে রাস্তার মাথা পর্যন্ত এলাকায় সড়কের দুই পাশে জায়গা দখল করে স্থাপনা তৈরি করা হয়েছিল। অনেকে সওজের ওসব জায়গায় পাকা ভবনও নির্মাণ করেছেন। ছিল অনেক ভাসমান দোকানও। গতকাল উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ ও সওজ চট্টগ্রাম জোনের সম্পত্তি ও আইন শাখার ডেপুটি সেক্রেটারি মনোয়ারা বেগম।
সুমন সিংহ বলেন, সড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে কিছু লোক পাকা, সেমিপাকা ও কাঁচা দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বারবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও দখল ছাড়েনি। অভিযানে ১১৫টি স্থাপনা গুঁড়িয়ে প্রায় ১শ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ও জাবির সব পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধভালোবেসে বিয়ে, চার মাস পর ঝুলন্ত লাশ