আমরা যাঁরা এ যাত্রায় বেঁচে যাবো, আমৃত্যু ২০২০-২১ সালের কথা ভুলতে পারবো না। বিগত বছর এবং আজকের দিন পর্যন্ত আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি এবং আমরা এমন অনেক বিষয় গভীরভাবে অনুধাবন করেছি, যা এর আগে উপেক্ষা করেছি। অনাকাঙ্ক্ষিত বেশ কিছু বড় বড় বিপর্যয়, বিশেষ করে অর্থনৈতিক সঙ্কট আমাদেরকে জীবনের প্রথম ও প্রধান প্রয়োজনগুলো নিয়ে ভাবতে শিখিয়েছে। আমরা নতুনভাবে উপলব্ধি করেছি যে, কৃষকরা আমাদের খাদ্যের যোগান দেন, চিকিৎসকরা আমাদের নিরাময় করেন, জরুরি পরিসেবা সরবরাহকারীরা আমাদের জীবনকে মসৃণ রাখেন এবং শ্রমিকরা তাদের হাতের কাজগুলোর মাধ্যমে আমাদের বাঁচিয়ে রাখেন- যা নজরে আসে না। আমরা বুঝতে শিখেছি গবেষণা কেন গুরুত্বপূর্ণ এবং কোন খাতে কম অর্থ ব্যয় করে, কোন খাতে বেশি অর্থায়ন করা উচিত।
আমরা প্রতিনিয়তই মৃত্যুর মুখোমুখি হচ্ছি এবং সাহসিকতার সাথে লড়াই করেও টিকে থাকতে ব্যর্থ হচ্ছি। সুতরাং সবাই যেন প্রার্থনা করি – ২০২০-২১ সালের অভিজ্ঞতা আর পাঠকে যেন ভুলে না যাই। একে অপরের প্রতি ভালোবাসা বাস্তবায়িত করতে এবং যত্নবান হতে যেন অধিক মনোযোগী হই। কারণ যখন সবকিছু শেষ হয়ে যায়, কেবলমাত্র ভালোবাসা এবং সৎ প্রচেষ্টাই আমাদের বাঁচিয়ে রাখতে পারে।