ভালো থাকছি আমি

কোহিনুর আকতার | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ভালোবাসতে বাসতে
ভালো থাকছি আমি।
অনবরত পরম প্রশান্তির তুমি
পাশে আছো বলে!
সময়গুলি যখন রোগশোকে
ছিঁড়ে খায়, লুটে খায়-
ভালোবাসতে বাসতে তখনও তুমি
ভালো রাখছো আমায়।
কী আপ্রাণ চেষ্টায়
নিরাবরণ সময়গুলি টানছো আলিঙ্গনে;
যেন জন্ম-জন্মান্তরের আলোর মেলায়!
কিছু সময় ঋণী হয়েই রবো।
আর কিছুদিন সময়ের কথা শোনো
আর কিছুদূর আলোর দিকে টানো।
চলে যাওয়া নিশ্চিত জেনে যাও যদি
ক্ষমাটুকু করে যেও তবে।

পূর্ববর্তী নিবন্ধতুমি যদি চাও
পরবর্তী নিবন্ধহাওয়ার আছে উদার জমিন