বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) সিন্ডিকেটের এক জরুরি সভা ভার্চুয়াল প্লাটফর্মে গত শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সভার শুরুতে উপাচার্য সিডিএ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ১৬তলা ভবনের একাংশ উচ্ছেদ বিষয়ে সদস্যদের অবহিত করেন। সিন্ডিকেট অবহিত হয় যে, উক্ত ভবনটি রেলওয়ে থেকে লিজ নেয়া এক একর জায়গার অভ্যন্তরে আরএস খতিয়ানের ভিত্তিতে সিডিএ অনুমোদিত নকশার উপর নির্মিত এবং ভবনের নকশায় আরএস খতিয়ান অনুযায়ী সিডিএ অনুমোদিত কোনো খাল বা নালার অস্তিত্ব ছিল না। এই মর্মে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গণপূর্ত প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার নির্দেশনা মোতাবেক সিডিএ’র সাথে যে দ্বি-পাক্ষিক সমাঝোতা সভার আয়োজন হওয়ার কথা ছিল তা অনতিবিলম্বে সম্পন্ন করা, সেই সাথে উক্ত দ্বি-পাক্ষিক সমাঝোতা সভা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যাবতীয় উচ্ছেদ কাজ বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়।
সিন্ডিকেট আরও নিদের্শনা দেয় যে, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও ২ জন সিন্ডিকেট সদস্যের সমন্বয়ে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী, ইউজিসির চেয়ারম্যান ও শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ করে ভবন সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরার। প্রেস বিজ্ঞপ্তি।











