ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ওয়ানডের পর টেস্ট ম্যাচের টিকেটের দামও বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় দ্বিগুণ করা হয়েছে বাংলাদেশ ও ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের টিকেটের দাম। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার বিকেলে টিকেটের মূল্য জানায় বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বুধবার থেকে শুরু প্রথম টেস্ট দেখার জন্য গুনতে হবে প্রতিদিন সর্বনিন্ম ১০০ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা ।

এম. এ. আজিজ স্টেডিয়াম ও সাগরিকাস্থ বিটাক মোড়ের কাউন্টারে পাওয়া যাবে টিকেট। ম্যাচের আগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হবে টিকেট বিক্রি। এই ম্যাচে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপাটিলিটিতে বসে খেলা দেখার জন্য প্রতিদিন গুনতে হবে ১ হাজার টাকা।

এছাড়া ছাউনিযুক্ত আন্তর্জাতিক স্ট্যান্ডে ৫০০ ও ক্লাব হাউজের টিকেটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা করে। পূর্ব গ্যালারির টিকেট কিনতে হবে ২০০ টাকা দিয়ে। পশ্চিম গ্যালারির টিকেটের দাম ১০০ টাকা।

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপাটিলিটির টিকেটের দাম ছিল ৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন গ্যালারী ১০০ টাকা এবং ওয়েস্টার্ন গ্যালারীর টিকিটের দাম রাখা হয়েছিল ৫০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ‘১০০ কোটি পারিশ্রমিক নেওয়া নায়কেরা সিনেমার ক্ষতি করছেন’