ভারতে মোদীর সমালোচক সাংবাদিককে গ্রেপ্তার

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

চার বছর আগের একটি টুইটের জের ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। যিনি দেশটির ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ‘অল্টনিউজ’ এর সহপ্রতিষ্ঠাতা। বিবিসি জানায়, মোহাম্মদ জুবাইর ২০১৮ সালে টুইটারে নিজের একাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। যেটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে সমপ্রতি এক টুইটার ব্যবহারকারীর দাবির ভিত্তিতে দিল্লি পুলিশ সোমবার তাকে গ্রেপ্তার করে। খবর বিডিনিউজের।

জুবাইরকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের বিরোধীদলগুলোর নেতা এবং সমাজকর্মীরা। তারা বলেন, সমাজে বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের মুখোশ যারা খুলে দিচ্ছেন ভারতের হিন্দুত্ববাদী সরকার তাদের কঠোর হাতে দমন করতে চায়। এ ঘটনা তার সুস্পষ্ট প্রমাণ। সমপ্রতি ভারতে একটি টেলিভিশন বিতর্কে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতা নূপুর শর্মা।

কে এই জুবাইর ?
ভারতের সুপরিচিত সাংবাদিক মোহাম্মদ জুবাইর ২০১৭ সালে সাবেক প্রকৌশলী প্রতীক সিনহার সঙ্গে মিলে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ‘অল্টনিউজ’ প্রতিষ্ঠা করেন। ভারতে ভুয়া খবর এবং ভুল তথ্যের খবরের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে দ্রুতই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে অল্টনিউজ।

যে কারণে গ্রেপ্তার হন জুবাইর
দিল্লি পুলিশের বরাত দিয়ে এএনআই জানায়, একজন টুইটার ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে জুবাইরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই টুইটার ব্যবহারকারীর অভিযোগ, হিন্দুদের দেবতা হনুমানের নামে একটি হোটেলের নাম রাখার কথা বলে ২০১৮ সালে একটি টুইট করেন জুবাইর। যার মাধ্যমে তিনি হিন্দুদের অপমান করেছেন।

জুবাইরের টুইটে কী ছিল ?
পুলিশ জানায়, ২০১৮ সালে সাংবাদিক জুবাইর একটি হোটেলের সাইনবোর্ডের ছবি শেয়ার করেন। সাইনবোর্ডে হোটেলের নাম ‘হানিমুন হোটেল’ পরিবর্তন করে ‘হনুমান হোটেল’ দেখানো হয়। ছবিটি মূলত ১৯৮৩ সালে বলিউডে মুক্তি পাওয়া একটি কমেডি সিনেমা থেকে নেওয়া ছবি। যেটির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কা: জরুরি সেবা ছাড়া সর্বত্র জ্বালানি সরবরাহ বন্ধ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৫০ লাশ