ভাটিয়ারীতে গীতা শিক্ষা কেন্দ্রে গীতা জয়ন্তী

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী শ্রী শ্রী তারকেশ্বরী কালী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের বাৎসরিক গীতা জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নন্দন রায়ের সঞ্চালনায় ও রনজিত মাস্টারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আর কে দাশ রুপু, কর্ণফুলীর মাধ্যমিক শিক্ষা অফিসার ড. বাবুল চন্দ্র নাথ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, দক্ষিণ করলডেঙা সর্বমঙ্গলা কালীধামের অধ্যক্ষ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, সন্তোষানন্দ ব্রম্মচারী মহারাজ পরিব্রাজক, মাস্টার নরেশ পাল, প্রকৌশলী রতন কুমার রায়, সুভাষ দাশ, কর্ণফুলী গ্যাসের ডিজিএম প্রকাশ রায় ও কাজল রুদ্র, তাপস লাল শর্মা। বক্তারা বলেন, শ্রীমৎভগবত গীতা সারা পৃথিবীর সকল প্রাণীর সংস্কৃতি, সভ্যতা তথা আত্ম কল্যাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন গ্রন্থ। তাই সনাতনীদের কর্তব্য হিন্দুদের এই দুঃসময়ে গীতার আদর্শ গ্রহণ করে সমাজকে রক্ষা করা। সভা শেষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোমিওপ্যাথ চিকিৎসকদের শোকরানা মাহফিল
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় হোছেন আহমদ পাড়া সমাজকল্যাণ পরিষদের মানববন্ধন