হোমিওপ্যাথ চিকিৎসকদের শোকরানা মাহফিল

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

হোমিও চেতনা পত্রিকার উদ্যোগে এক শোকরানা মাহফিল নগরীর স্টেশন রোডস্থ পত্রিকা অফিসে গত ২৫ মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নাম্বার ১৯৫৫ অফ ২০২১ এর শুনানি শেষে বিচারপতিবৃন্দ হাইকোর্টের রায় বাতিল করে হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডা. লিখতে আর কোন বাধা নেই বলে যে রায় দেন, সুপ্রীম কোর্ট আপীল বিভাগের এই সিদ্ধান্তের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানে বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা. সালেহ আহমেদ সুলেমান, বিএইচএমএ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন, ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রভাষক ডা. এনামুল হক এনাম, মহানগরের সভাপতি ডা. মৃদুল কান্তি দে, বিএইচএমএ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শামশুদ্দিন, অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এমএ ফজল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধভাটিয়ারীতে গীতা শিক্ষা কেন্দ্রে গীতা জয়ন্তী