খসে পড়া টিপটা তোমার হাতের তালুতে
আটকে দিয়েছিলাম
তুমি সেটার যতন করোনি
রাখোনি মোবাইলের পিঠে আটকে
অথবা ম্যানিব্যাগে;
দেখেছি ফেলে দিয়েছো কল পাড়ে।
খুঁনসুটিতে ভেঙেছে রেশমী চুড়িটা
কাচের লাল টুকরোগুলো অনাদরে
পড়েছিলো টেবিলের কোণে
বুঝতে পারলে না হৃদয় ভাঙার রক্তে
ওগুলো আরো লাল হয়েছে।
কী করে বুঝবে?
এর আকাশে ওর আকাশে
অনেক তো বেড়ালে
ঢুলুঢুলু চোখে নান্দনিকতা খুঁজেছো
নখের আঁচড়ে।