ভাঙল আল-আরাফাহ্‌ ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদ

| বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংক দুটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি আদেশে পর্ষদ বাতিল করা হয় এবং নতুন পর্ষদ গঠন করা হয়। খবর বাংলানিউজের।

বাংলাদেশ ব্যাংকের আদেশ অনুযায়ী, আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন খাজা শাহরিয়ার। তিনি লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র পরিচালকরা হলেনবাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আশরাফুল হাছান।

এ ছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউল রহমান, মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ আশরাফুজ্জামানকে।

আলআরাফাহ্‌ ব্যাংকে আরও দুজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ ও জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা। কামরুল হক মারুফ বর্তমানে সরকারের প্রতিনিধি পরিচালক হিসেবে এবং গোলাম মরতুজা জনতা ব্যাংকের প্রতিনিধি হিসেবে রয়েছেন।

ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো ভিন্ন দুই আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক মাসের মধ্যে ফেরত দিতে হবে কোটি টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পাহাড়ে বসতি স্থাপনকারীদের সরতে ৭ দিন সময়